শনিবার (০৩ মার্চ) দুপুরে উপজেলার রাজগাতি ইউনিয়নের দুল্লী বিল থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস আলী বাংলানিউজকে জানান, ওই বিলে মরদেহ দেখে স্থানীয়রা খবর দেয়।
তিনি জানান, ওই ব্যক্তির শরীরে জখমের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে অন্য কোথাও হত্যাকাণ্ড ঘটিয়ে এখানে মরদেহ ফেলে গেছে দুর্বৃত্তরা। তবে বিষয়টি খতিয়ে দেখছি।
মরদেহের সুরতহালের পর ময়না তদন্তের জন্য কিছুক্ষণ পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
বাংলাদেশ সময় ১৩৪৮ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৮
এমএএএম/এএটি