যারা পোস্টার লাগান তাদের এক ধরনের মানসিক বৈকল্য রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার (৩ মার্চ) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন দক্ষিণের মেয়র।
এসময় উপস্থিত ছিলেন- ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, ঢাকা মহানগর আওয়ামী লীগ (দক্ষিণ) সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, কাউন্সিলর আবু আহমেদ মান্নাফী প্রমুখ।
মেয়র বলেন, পোস্টার লাগানো অনেকের মানসিক বৈকল্য। অনেকে ছেলের জন্মদিনেও পোস্টার লাগায়। এটা এক ধরনের মানসিক বৈকল্য। আমরা অনুমতি ছাড়া পোস্টার ব্যানার ফেস্টুন লাগাতে দেই না। অনেকে পোস্টার ফেস্টুন লাগিয়ে এলাকা নোংরা করে ফেলে।
এরই মধ্যে কারো কারো জরিমানাও করা হয়েছে। অরুচিকর পোস্টার ব্যানারগুলো সরিয়ে ফেলা হবে বলেও জানান মেয়র সাঈদ খোকন।
বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৮
এসএম/জিপি