শনিবার (৩ মার্চ) রাজধানীর ফার্মগেটে খ্রিস্টান ধর্মাবলম্বীদের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ভুল তথ্যের ভিত্তিতে মিয়ানমার সীমান্তে সৈন্য সমাবেশ ঘটিয়েছিলো।
পরে মন্ত্রী সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, নিজ দেশ থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা খুব দ্রুত সেদেশে (মিয়ানমার) ফিরে যেতে পারবে। রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমানের ওপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রয়েছে।
তিনি বলেন, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ। তবে বছরের পর বছর তাদের এখানে রাখার কোনো মানে হয় না।
বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৮
এমএসি/এসএইচ