শনিবার (৩ মার্চ) দুপুর সোয়া ২টার দিকে চুনারুঘাট-মাধবপুরের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র সহকারী পুলিশ সুপার এসএম রাজু বাংলানিউজকে এ তথ্য জানান।
তিনি জানান, শুক্রবার (২ মার্চ) দিবাগত রাতে নিহতের ছেলে নাজমুল ইসলাম বাদী হয়ে চুনারুঘাট থানায় মামলাটি দায়ের করেন।
এর আগে বৃহস্পতিবার (১ মার্চ) ভোরে চুনারুঘাট বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ও আহলে সুন্নাতওয়াল জামাত নেতা আকল মিয়া চুনারুঘাট-বাল্লা রোডের বাসা থেকে ফজরের নামাজ পড়তে মসজিদে যাচ্ছিলেন। এসময় পথে আগে থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে উপর্যুপরি কুপিয়ে ফেলে রেখে যায়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৮
আরবি/