শনিবার (০৩ মার্চ) সকালে উপজেলার টিহাটি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
গুরুতর আহত শরিফুল হাওলাদার (২০), দেলোয়ার হাওলাদার (৪৩), হোসেন হাওলাদার (৪৫), কাইয়ুম হাওলাদার (২৮), ইব্রাহিম মোল্লা (৫৫), মানিক মোল্লা (৬০), আকবর মোল্লা (৫০), কামাল মোল্লাকে (৫০) কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ফারুক জানান, টিহাটি গ্রামের মালেক মোল্লা জমি চাষের জন্য পাওয়ার টিলার নিয়ে যাওয়ার সময় একই গ্রামের বজলুল হক হাওলাদারের ক্ষেতের বেড়া ভেঙে ফেলেন।
এ নিয়ে প্রতিবাদ করায় মালেক মোল্লা লোকজন নিয়ে বজলুল হক হাওলাদারের ওপর হামলা চালায়। এতে তাদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এসময় উভয়পক্ষের কমপক্ষে ২০ জন আহত হন।
বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৮
আরএ