ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় ১শ’ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৮ ঘণ্টা, মার্চ ৩, ২০১৮
খুলনায় ১শ’ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসভায় উপস্থিত জনতাকে হাত নেড়ে অভিনন্দন জানাচ্ছেন। ছবি: মানজারুল ইসলাম

খুলনা: খুলনাঞ্চলের ১শ’ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

শনিবার (০৩ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টারযোগে বেলা পৌনে ১১টায় খুলনার খালিশপুরে তিতুমীর নৌ-ঘাঁটির ভিভিআইপি হেলিপ্যাডে অবতরণ করেন। এরপর তিনি ৪৮টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ৫২টি ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

পরে তিনি দুপুর ২টা ৫৫ মিনিটে ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠের জনসভাস্থলে পৌঁছান।

উদ্বোধনকৃত প্রকল্পগুলো- সড়ক ও জনপথ বিভাগের গল্লামারী-বটিয়াঘাটা-দাকোপ-নলিয়ান ফরেস্ট সড়ক ও রূপসা-শ্রীফলতলা-তেরখাদা সড়ক।

শিক্ষা প্রকৌশল অধিদফতর: কেডিএ খানজাহান আলী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক-কাম-প্রশাসনিক ভবন, লাইন্স স্কুল অ্যান্ড কলেজের একাডেমিক ভবন, চালনা মোবারক মেমোরিয়াল কলেজের একাডেমিক ভবন, খুলনা আইডিয়াল কলেজের একাডেমিক ভবন, শহীদ সোহরাওয়ার্দী কলেজের একাডেমিক ভবন, খুলনা ইসলামিয়া ডিগ্রি কলেজের একাডেমিক ভবন।  

খুলনা গণপূর্ত বিভাগ: খুলনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন, মহেশ্বরপাশা সরকারি শিশু পরিবার হোস্টেল ভবন, মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ ভবন ও অডিটোরিয়াম ভবন, শহিদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল ভবন, তেরখাদা থানা ভবন, রূপসা ফায়ার স্টেশন ভবন, সেনহাটি রিভার ফায়ার স্টেশন, বিভাগীয় হিসাব নিয়ন্ত্রক অফিস ভবন, কৃষি বিভাগের অফিস কাম ট্রেনিং অ্যান্ড প্রসেসিং সেন্টার ভবন।

স্থানীয় সরকার প্রকৌশলী অধিদফতর: রূপসা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দিঘলিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, তেরখাদা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, ডুমুরিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, পাইকগাছা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, পাইকগাছা আরঅ্যান্ডএইচ-বাকা জিসি সড়কের কপোতাক্ষ নদের উপর ব্রিজ, হাতিয়ার ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেল্টার ভবন, শিমলার আইট খেজুরডাঙ্গা আরএনজিপিএস কাম সাইক্লোন সেল্টার ভবন, দেয়াড়া পশ্চিমপাড়া আরএন জিপিএস কাম সাইক্লোন সেল্টার ভবন, তেরখাদা আব্দুলের মোড় আরঅ্যান্ডএইচ-মাঝিরগাথি জিসি ভায়া কোলা বাজার সড়ক, বটিয়াঘাটা উপজেলা পরিষদ কমপ্লেক্সের সম্প্রসারণ, পাইকগাছা হাবিবনগর মাদ্রাসার মোড় হতে ডুমুরিয়া মাগুরখালি-কাঁঠালতলা বাজার পর্যন্ত সংযোগ সড়ক।

খুলনা গণপূর্ত বিভাগ-২: দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের জন্য হোস্টেল ভবন, জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, কয়রা থানা ভবন, পাইকগাছার কপিলমুনি ইউনিয়ন ভূমি অফিস, ডুমুরিয়ার শোভনা ইউনিয়ন ভূমি অফিস, বটিয়াঘাটা জলমা ইউনিয়ন ভূমি অফিস।

খুলনা বিশ্ববিদ্যালয়: বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল (বর্ধিতাংশ), জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল (ঊর্ধ্বমুখী সম্প্রসারণ), শহিদ তাজউদ্দিন আহমদ ভবন (ঊর্ধ্বমুখী সম্প্রসারণ), মাইকেল মধুসূদন দত্ত অতিথি ভবন, আচার্য প্রফুল্ল চন্দ্র রায় কেন্দ্রীয় গবেষণাগার (বর্ধিতাংশ)।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় : শহিদ মিনার, খুলনা রেলওয়ে স্টেশন এবং ইয়ার্ড রি-মডেলিং প্রকল্প। তাছাড়া রয়েছে সিটি কর্পোরেশনের সিআর এইচসিসি ভবন, জেলা ক্রীড়া সংস্থার জেলা স্টেডিয়াম। জেলা পরিষদের পাঁচ তলা বিশিষ্ট কয়রা আধুনিক ডাকবাংলো ভবন। খুলনা ওয়াসা ভবন।

ভিত্তিপ্রস্তর স্থাপনকৃত প্রকল্প গুলো হলো- সড়ক ও জনপথের খুলনা-চুকনগর-সাতক্ষীরা সড়ক (খুলনা অংশ)। শিক্ষা প্রকৌশল অধিদফতরের পাইকগাছা কৃষি কলেজ ও বটিয়াঘাটা ডিগ্রি কলেজের একাডেমিক ভবন। খুলনা গণপূর্ত বিভাগ-১ এর মেডিকেল কলেজ হাসপাতালের ইমেজিং ও ডায়াগনস্টিক সেন্টার, মেডিকেল কলেজ হাসপাতালের ‘এ’ ব্লকের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ, মেডিকেল কলেজ হাসপাতালের নার্সেস ডরমেটরি, মেডিকেল কলেজ হাসপাতালের স্টাফ ডরমেটরি, মেডিকেল কলেজ হাসপাতালের বাংকার, খুলনা সদর হাসপাতালকে ১৫০ বেড থেকে ২৫০ বেডে উন্নীতকরণ, খুলনা সিভিল সার্জন অফিস ভবন, শহিদ শেখ আবু নাসের বিশেয়ায়িত হাসপাতালে আবাসিক ভবন, দিঘলিয়া উপজেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, পুলিশ সুপারের কার্যালয়, এএসপি ‘ক’ সার্কেল অফস, দৌলতপুর থানা ভবন, আর্ম পুলিশ ব্যাটেলিয়ানের অস্ত্রাগার ভবন, পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রের একাডেমিক ভবন, পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রের ফায়ারিং বার্ট, পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রের অস্ত্রাগার ভবন, জেলা রেজিস্ট্রি অফিস ভবন, রূপসা উপজেলা মডেল মসজিদ ও আলিয়া মাদ্রাসা মডেল মসজিদ। এলজিইডি’র  ডুমুরিয়া ভদ্রা নদীর উপর ৩১৫.৩০ মিটার লম্বা পিসিগার্ডার ব্রিজ, বটিয়াঘাটা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, তেরখাদা উপজেলা পরিষদ কমপ্লেক্সের প্রশাসনিক ভবন ও হলরুম, পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়ন ভূমি অফিস, পাইকগাছা উপজেলার লতা ইউনিয়ন ভূমি অফিস। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের ফুলতলা উপজেলায় উচ্চ জলাধার ও পাইপ লাইনের মাধ্যমে সুপেয় পানি সরবরাহ।

জেলা পরিষদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১ হাজার আসন বিশিষ্ট অডিটরিয়াম কাম মাল্টিপারপাস হল ও ডাকবাংলা মোড়ে একটি বেজমেন্টসসহ ১০ তলা বিশিষ্ট খুলনা ট্রেড সেন্টার বাণিজ্যিক ভবন।  

খুলনা গণপূর্ত বিভাগ-২ এর টেক্সটাইল ইনস্টিটিউট স্থাপন কাজ, জেলা কারাগার, জেলা পুলিশ লাইন, বিএসটিআই আঞ্চলিক অফিস ১০ তলা বিশিষ্ট ভবন, আর আর এফ ব্যারাক ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ, আর আর এফ এর অস্ত্রাগার ভবন, পাইকগাছা উপজেলা কারিগারি প্রশিক্ষণ কেন্দ্র, পাইকগাছা সাব-রেজিস্ট্রি অফিস, রূপসা শ্রমকল্যাণ কেন্দ্র পুনঃনির্মাণ ও আধুনিকীকরণ। বিদ্যুৎ বিভাগের ওজোপাডিকো লিমিটেডের ১৫ তলা বিশিষ্ট প্রধান কার্যালয়।

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা,  মার্চ ০৩ , ২০১৮
এমআরএম/এএটি

জনসভাস্থল জনসমুদ্র, মিছিলের নগরী খুলনা

দুর্নীতি-সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার

খুলনা পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে নিরাপত্তার চাদরে খুলনা নগরী

প্রধানমন্ত্রীর অপেক্ষায় খুলনাবাসী

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত খুলনা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।