শনিবার (৩ মার্চ) দুপুর ১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। মফিজ ভাঙা উপজেলার মধ্যপাড়া এলাকার জমির মোল্যার ছেলে।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান জানান, দুপুরে যাত্রীবাহী বাসটি ভাঙা থেকে কাঁঠালবাড়ী ঘাটের দিকে যাচ্ছিল। সেতুর টোলপ্লাজার কাছাকাছি এলে চাকা রাস্তার এক পাশের বালুর মধ্যে গেঁথে গেলে বাসটি উল্টে যায়। এসময় গাড়ির নিচে চাপা পড়ে হেলপার মফিজের মৃত্যু হয়। এতে আহত হন কয়েকজন যাত্রী। তাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৮
আরবি/