ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ছেঁউড়িয়ায় সাধুর হাট ভাঙলেও অনুষ্ঠান চলবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২১ ঘণ্টা, মার্চ ৩, ২০১৮
ছেঁউড়িয়ায় সাধুর হাট ভাঙলেও অনুষ্ঠান চলবে সাধুরা চলে যাচ্ছেন

কুষ্টিয়া: দোল পূর্ণিমায় ছেঁউড়িয়ায় বাউল সম্রাট ফকির লালন শাহের তিন দিনব্যাপী স্বরণোৎসব শেষ হচ্ছে শনিবার (০৩ মার্চ)। এরইমধ্যে বাউলরা আখড়াবাড়ি ছেড়ে রওনা হয়েছেন নিজ নিজ আশ্রমের উদ্দেশে। তবে এ উৎসবের সাধুর হাট ভাঙলেও অনুষ্ঠান চলবে শনিবার গভীর রাত পর্যন্ত।

শনিবার সাঁইজির আখড়াবাড়ি ঘুরে দেখে গেছে, অধিকাংশ সাধুরা নিজ নিজ আস্তানা ছেড়ে বিছানাপত্র গুছিয়ে রওনা হয়েছেন। গুরুকে বারবার প্রণাম ও নানা রকম ভক্তি-শ্রদ্ধা জানিয়ে বিদায় নিচ্ছেন শিষ্যরা।

এদিকে, লালন স্মরণোৎসবের সাধুদের হাট ভাঙলেও অনুষ্ঠান চলবে শনিবার গভীর রাত পর্যন্ত। সন্ধ্যায় লালন মুক্তমঞ্চে হবে আলোচনা অনুষ্ঠান এবং রাতভর চলবে লালন সঙ্গীত।

লালন একাডেমির খাদেম মোহাম্মদ আলী বাংলানিউজকে বলেন, সাঁইজির স্মরণোৎসব উপলক্ষে তার সাধন-ভজনের তীর্থস্থান ছেঁউড়িয়ার আখড়াবাড়ি প্রাঙ্গণ পরিণত হয়েছিলো উৎসবের আমেজে। শুক্রবার বিকেলে পূর্ণ সেবায় সাধুদের মূল অনুষ্ঠান সাধু সঙ্গ শেষ হয়েছে। কিছু সাধু শুক্রবারই ফিরে গেছেন নিজ নিজ গন্তব্যে। যারা যাননি, তারা সকাল থেকে মাজার ছাড়ছেন। শনিবার সন্ধ্যার মধেই তারা মাজার ত্যাগ করবেন। তবে গভীর রাত পর্যন্ত মুক্তমঞ্চে চলবে সঙ্গিতানুষ্ঠান।

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।