ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

আন্তর্জাতিক রবীন্দ্র গবেষণা ইনস্টিটিউটের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৬ ঘণ্টা, মার্চ ৩, ২০১৮
আন্তর্জাতিক রবীন্দ্র গবেষণা ইনস্টিটিউটের উদ্বোধন আন্তর্জাতিক রবীন্দ্র গবেষণা ইনস্টিটিউটের উদ্বোধন করছেন রাবি’র উপাচার্য প্রফেসর ড. এম আব্দুস সোবহান

নওগাঁ: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত নওগাঁর পতিসরে আন্তর্জাতিক রবীন্দ্র গবেষণা ইনস্টিটিউটের শিক্ষা কার্যক্রম ও একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।

শুক্রবার (৩ মার্চ) দুপুরে রবীন্দ্র গবেষণা ইনস্টিটিউট চত্বরে একাডেমিক ভবনের ফলক উন্মোচন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম আব্দুস সোবহান।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন-আন্তর্জাতিক রবীন্দ্র গবেষণা ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইসরাফিল আলম এমপি, বিশিষ্ট রবীন্দ্র গবেষক অধ্যাপক ফজলুল হক ও মুক্তিযোদ্ধা প্রফেসর ড. আলী রেজা প্রমুখ।

বক্তারা বলেন, রবীন্দ্রনাথকে জানতে আগ্রহী প্রতিটি মানুষকেই কবির নিজস্ব জমিদার বাড়ি পতিসরে আসতে হবে। আন্তর্জাতিক রবীন্দ্র গবেষণা ইনস্টিটিউটটি বিশ্ব কবির ভক্ত অনুরাগী ও গবেষকদের কাছে একটি বড় সহায়ক হিসেবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।