শনিবার (৩ মার্চ) দুপুর দেড়টার দিকে হাসনাবাদ কামুচাঁন শাহ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, আমরা শিক্ষিত সমাজ গড়তে চাই।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. নুরুল হুদার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন- শুভাঢ্যা ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন, জিনজিরা ইউপি চেয়ারম্যান সাকুর হোসেন, তেঘরিয়া ইউপি চেয়ারম্যান মো. জজ মিয়া, কোন্ডা ইউপি চেয়ারম্যান ফারুক চৌধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কানিজ ফাতেমা ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মিরাজুর রহমান সুমন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৮
এনটি