ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

শিক্ষা নিয়ে ব্যবসা করতে দেওয়া হবে না

কেরানীগঞ্জ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪২ ঘণ্টা, মার্চ ৩, ২০১৮
শিক্ষা নিয়ে ব্যবসা করতে দেওয়া হবে না হাসনাবাদ কামুচাঁন শাহ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় পুরষ্কার দিচ্ছেন নসরুল হামিদ বিপু।

কেরানীগঞ্জ (ঢাকা): বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যদের শিক্ষিত হতে হবে। শিক্ষিত বলতে কমপক্ষে গ্রাজুয়েশন থাকতে হবে। ইদানিং দেখা যায় ব্যাঙের ছাতার মতো মাদ্রাসা ও কিন্ডারগার্টেন স্কুল গড়ে উঠছে। এগুলো নজরদারিতে রাখা প্রয়োজন। শিক্ষা নিয়ে ব্যবসা করতে দেওয়া হবে না।

শনিবার (৩ মার্চ) দুপুর দেড়টার দিকে হাসনাবাদ কামুচাঁন শাহ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আমরা শিক্ষিত সমাজ গড়তে চাই।

শিক্ষিত সমাজ গড়ে তোলার জন্য আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা জরুরী।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. নুরুল হুদার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন- শুভাঢ্যা ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন, জিনজিরা ইউপি চেয়ারম্যান সাকুর হোসেন, তেঘরিয়া ইউপি চেয়ারম্যান মো. জজ মিয়া, কোন্ডা ইউপি চেয়ারম্যান ফারুক চৌধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কানিজ ফাতেমা ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মিরাজুর রহমান সুমন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।