শনিবার (০৩ মার্চ) দুপুরে টাঙ্গাইল র্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে র্যাব-১২ এর অধিনায়ক ডিআইজি সেলিম মো. জাহাঙ্গীর এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের তিন নম্বর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ রবিউল ইসলামের নেতৃত্বে একটি দল শুক্রবার (০২ মার্চ) সন্ধ্যায় টাঙ্গাইল শহরের বাইপাস সড়কের রাবনা মোড়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার যশোইল গ্রামের জামাল উদ্দিনের ছেলে ট্রাক চালক সাদ্দাম হোসেন এবং রাজশাহীর মোহনপুর উপজেলার নওনগর গ্রামের আব্দুল জলিলের ছেলে সহকারী বাবুল হোসেন।
তাদের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় মামলা দায়রে করা হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৮
টিএ