শনিবার (০৩ মার্চ) সকালে তাকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রৌমারী উপজেলার সদর ইউনিয়নের পূর্ব ইজলামারী গ্রামে শুক্রবার (০২ মার্চ) বিকেলে চতুর্থ শ্রেণির স্কুলছাত্রীকে বাড়িতে একা পেয়ে জোরপূর্বক পাশবিক নির্যাতন চালায় একই গ্রামের নুরু ডাক্তারের বখাটে ছেলে মশিউর রহমান (৪০)।
শুক্রবার (০২ মার্চ) রাতেই স্কুলছাত্রীর মা বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে রৌমারী থানায় একটি মামলা দায়ের করলে শনিবার সকালে পুলিশ অভিযান চালিয়ে মশিউররের সহযোগী আরিফকে গ্রেফতার করে।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বাংলানিউজকে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। অভিযান চালিয়ে আরিফ নামে এক আসামিকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৮
এফইএস/আরআইএস/