শনিবার (০৩ মার্চ) উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ট্রাম্পের এই উপ সহকারী।
এসময় তিনি আনান কমিশনের প্রস্তাব বাস্তবায়নের ওপরও জোর দেন এবং রোহিঙ্গা সংকটে মানবিক সাড়া দেওয়ায় বাংলাদেশ ও এদেশের মানুষের উচ্ছ্বসিত প্রশংসা করেন লিসা কার্টিস।
এসময় বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট উপস্থিত ছিলেন।
বার্নিকাট বলেন, রোহিঙ্গারা যাতে আত্মমর্যাদা ও নিরাপত্তার সঙ্গে তাদের নিজ দেশে ফিরে যেতে পারে সেই লক্ষ্যে বাংলাদেশের সঙ্গে কাজ করছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে মিয়ানমারে সঙ্গে সমানভাবে আলোচনা চালিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র।
শুধু রোহিঙ্গা নয় স্থানীয়দের মান উন্নয়নেও বাংলাদেশের পাশে থাকার কথা জানান বার্নিকাট।
এর আগে বার্নিকাটকে সঙ্গে নিয়ে প্রথমে টেকনাফের শাপলুর আইওএম এর স্বাস্থ্য ক্লিনিক, বালুখালির ট্রানজিট ঘাট এবং বালুখালিতে রেডক্রসের ফিল্ড হাসপাতাল পরিদর্শন করেন ট্রাম্পের উপ-সহকারী লিসা কার্টিস।
বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৮
এসএইচ