ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে মানসিক প্রতিবন্ধীর কোলজুড়ে এলো ফুটফুটে মেয়ে

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৭ ঘণ্টা, মার্চ ৩, ২০১৮
রূপগঞ্জে মানসিক প্রতিবন্ধীর কোলজুড়ে এলো ফুটফুটে মেয়ে মানসিক প্রতিবন্ধী মা ও তার সদ্য ভূমিষ্ট মেয়ে

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): রূপগঞ্জে কন্যা সন্তানের জন্ম দিলো মানসিক প্রতিবন্ধী এক মা। শনিবার (০৩ মার্চ) ভোরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া বাজারের বটবৃক্ষের নিচে দাই আমেনা বেগম এ সন্তানের প্রসব করায়।

সদ্য ভূমিষ্ঠ হওয়া নবজাতকটির নাম রাখা হয়েছে একা। মা ও নবজাতক সুস্থ রয়েছে।

দাই আমেনা খাতুন বলেন, শনিবার ভোরে নারী কণ্ঠের চিৎকার শুনে কায়েতপাড়া বাজারের দিকে এগিয়ে যাই। সেসময় দেখি প্রসব ব্যথায় ছটফট করছে এক অচেনা ‘পাগলী’। তাকে সাহায্য করায় ভোর ৪টার দিকে ফুটফুটে একটি কন্যা সন্তানের জন্ম দেয় সে। নবজাতক সন্তানকে দেখে পাগলী আনন্দিত হয়ে উঠে। এসময় কয়েকজন নারী সন্তানটিকে কোলে নিতে চাইলে ‘পাগলী’ তার সন্তানকে বুকের সঙ্গে জাপটে ধরে রাখে।

দাই আমেনা আরো জানান, ‘পাগলী’ তার নাম-ঠিকানা কিছুই বলতে পারে না। এর আগে কখনো তাকে এ বাজারে দেখাও যায়নি। ধারণা করা হচ্ছে, শুক্রবার রাতের কোনো এক সময় সে কায়েতপাড়া বাজারে এসেছে।

স্থানীয় মেম্বার মোহাম্মদ আলী জানান, ‘পাগলী’ ও তার সন্তানের খাওয়া-দাওয়ার ব্যাপারে স্থানীয়ভাবে চেষ্টা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।