সদ্য ভূমিষ্ঠ হওয়া নবজাতকটির নাম রাখা হয়েছে একা। মা ও নবজাতক সুস্থ রয়েছে।
দাই আমেনা খাতুন বলেন, শনিবার ভোরে নারী কণ্ঠের চিৎকার শুনে কায়েতপাড়া বাজারের দিকে এগিয়ে যাই। সেসময় দেখি প্রসব ব্যথায় ছটফট করছে এক অচেনা ‘পাগলী’। তাকে সাহায্য করায় ভোর ৪টার দিকে ফুটফুটে একটি কন্যা সন্তানের জন্ম দেয় সে। নবজাতক সন্তানকে দেখে পাগলী আনন্দিত হয়ে উঠে। এসময় কয়েকজন নারী সন্তানটিকে কোলে নিতে চাইলে ‘পাগলী’ তার সন্তানকে বুকের সঙ্গে জাপটে ধরে রাখে।
দাই আমেনা আরো জানান, ‘পাগলী’ তার নাম-ঠিকানা কিছুই বলতে পারে না। এর আগে কখনো তাকে এ বাজারে দেখাও যায়নি। ধারণা করা হচ্ছে, শুক্রবার রাতের কোনো এক সময় সে কায়েতপাড়া বাজারে এসেছে।
স্থানীয় মেম্বার মোহাম্মদ আলী জানান, ‘পাগলী’ ও তার সন্তানের খাওয়া-দাওয়ার ব্যাপারে স্থানীয়ভাবে চেষ্টা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৮
আরএ