এর মাধ্যমে মিরপুর থেকে কুড়িল এবং কুড়িল থেকে কাঞ্চন ব্রিজ হয়ে নরসিংদীর পথে একটি লাভজনক রুট ধরলো বিআরটিসি। সুখবর আরও জানিয়েছেন মাত্র ৬ মাস আগে যোগ দেওয়া বিআরটিসির চেয়ারম্যান ফরিদ আহমদ ভূঁইয়া।
সবমিলিয়ে যুগ যুগ ধরে লোকসান, অনিয়ম, দুর্নীতিতে জড়িয়ে পড়া বিআরটিসি এখন মুনাফার পথ ধরছে। বদনাম ছিলো বাস নষ্ট করে ডিপোতে ফেলে রাখা হয়। তাও গোছানো শুরু হয়েছে। গত ৬ মাসে ১২০টি অকেজো বাস মেরামত করে রাস্তায় নামানো হয়েছে। বেতন পাচ্ছিলেন না বিআরটিসির চালক-শ্রমিকরা। সে অবস্থা থেকে এবার পরিত্রাণ এলো।
শুধু রংপুর ও জোয়ার সাহারা ডিপো ছাড়া বাকি সব ডিপোর বেতন এখন প্রায় হালনাগাদ। জোয়ার সাহারা ডিপোর বেতন ৫ মাসের মতো বাকি আছে যেগুলো নতুন চালু হওয়া মিরপুর, নরসিংদী এবং উত্তরা সার্কুলার রুটের আয় থেকে হালনাগাদ হবে বলে জানিয়েছেন চেয়ারম্যান। বিআরটিসির ৪শ’ চালক শ্রমিকের প্রায় বছর খানেকের বেতন বাকি পড়েছিলো এ ডিপোতে।
বিআরটিসির তথ্যানুযায়ী, মিরপুর ১২ নম্বর থেকে কুড়িল হয়ে নরসিংদী ছাড়াও বিআরটিসি আরও কয়েকটি নতুন লাভজনক রুট খুঁজে বের করে বাস সার্ভিস চালু করতে যাচ্ছে। মিরপুর নরসিংদীর বাস ৩০০ ফিট দিয়ে নরসিংদীর পাঁচদোনা পর্যন্ত যাবে। এ রুট হলো- ইসিবি, কালশি ব্রিজ, কুড়িল বিশ্বরোড, নীলা মার্কেট, বান্টি, পাঁচরুখা, কাঞ্চন ব্রিজ, মায়াবাড়ি, ভূলতা, গাউছিয়া, নারিন্দা, মাধবদী ও ড্রিম হলিডে পার্ক পর্যন্ত।
এদিকে সোমবার ঢাকা-সিরাজগঞ্জ রুটে নন এসি বাস চালু করেছে বিআরটিসি। ৮ মার্চ চালু হবে বড়ুরা-কুমিল্লা-ঢাকা রুটে। আগামী সপ্তাহে চালু হবে কয়রা-খুলনা-ঢাকা এসি বাস সার্ভিস। ২২ মার্চ চালু হবে বিআরটিসির ব্যতিক্রমী ‘ঊষা সার্ভিস’।
এ সার্ভিস সর্ম্পকে বিআরটিসি চেয়ারম্যান বলেন, ‘সদরঘাটে ভোরে লঞ্চ থেকে নেমে যাত্রীরা বিপাকে পড়েন। অনেকেই ছিনতাইকারীর কবলে পড়ে সর্বস্ব হারান। তাদের জন্য এ সেবা কাজে লাগবে। বিআরটিসিরও লাভ হবে। ২২ মার্চ এ ঊষা সার্ভিস উদ্বোধন হবে। প্রতিদিন ভোরে সদরঘাট থেকে তিনদিকে ৩টি ঊষা সার্ভিসের বাস যাবে। একটি গাবতলী, আরেকটি আব্দুল্লাপুর অন্যটি চিটাগাং রোডের (যাত্রাবাড়ী) দিকে।
বিআরটিসি রাজস্ব বাকি ছিলো ১০ কোটি টাকা। এ টাকার মধ্যে প্রায় ৪ কোটি আদায় হয়েছে। বিষয়টি জানিয়ে চেয়ারম্যান বলেন, ‘বিআরটিসির বাসের টাকা ‘ক্যাশ ইন হ্যান্ডের’ অভাব ছিলো। ডিপো ম্যানেজারদের কাছে ভাউচার ছিলো, কিন্তু সমন্বয় হয়নি। এখন অনেকগুলো সমন্বয় হয়েছে। রাজস্ব প্রায় ১০ কোটি টাকা পাওনার মধ্যে ৪ কোটি টাকা আদায় হয়েছে। বাকিটা আদায় চলছে’।
বিআরটিসির নতুন চেয়ারম্যানের ‘ডেটলাইন ডিসেম্বর’
বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৮
এসএ/জেডএস