ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় বাল্যবিয়ে বন্ধ করলো প্রশাসন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, মার্চ ৫, ২০১৮
ব্রাহ্মণবাড়িয়ায় বাল্যবিয়ে বন্ধ করলো প্রশাসন

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া শহরের মৌড়াইল এলাকায় প্রশাসনের হস্তক্ষেপে এক কিশোরীর বাল্যবিয়ে বন্ধ হয়েছে।

সোমবার (৫ মার্চ) বিকেলে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ হোসেন মৌড়াইলের স্টেশন রোড এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে এ বিয়ে বন্ধ করেন।  

স্থানীয়রা জানান, দুপুরে কসবা উপজেলা সায়েদাবাদ এলাকার আবদুল জলিল খলিফার ছেলে রিফাত চৌধুরীর সঙ্গে স্টেশন রোডের বাড়িটির এসএসসি ফলপ্রত্যাশী ওই কিশোরীর বিয়ের ক্ষণ ঠিক হয়।

কিন্তু মেয়েটি প্রাপ্তবয়স্ক না হওয়ায় স্থানীয় লোকজন বিষয়টি সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সোহেল রানাকে জানিয়ে দেন।  

তখন সোহেল রানা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেনকে জানালে তিনি ওই বাড়িতে যান। ঘটনাস্থলে পৌঁছে মাসুদ হোসেন বাল্যবিয়ের বিরুদ্ধে আইন ও এই বয়সে বিয়ের কুফল তুলে ধরেন। একইসঙ্গে মেয়ের বাবা-মায়ের কাছ থেকে মুচলেকা আদায় করে বিয়েটি বন্ধ করে দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেন বাংলানিউজকে জানান, এসএসসির প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ডে মেয়েটির বয়স ২০০২ সালের ৬ সেপ্টেম্বর উল্লেখ রয়েছে। সে হিসাবে মেয়েটির বয়স ১৫ বছর ৬ মাস। বাল্যবিয়ে নিরোধক আইন অনুযায়ী প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত কোনো মেয়েকে অভিভাবকরা বিয়ে দিতে পারবে না। মেয়ের বাবা-মায়ের কাছ থেকে মুচলেকা নেয়া হয়েছে। তবে বরপক্ষের কাউকে তখনো বিয়েবাড়িতে দেখা যায়নি।

বাংলাদেশ সময়: ০২১৮ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৮
এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।