মঙ্গলবার (৬ মার্চ) সকাল সাড়ে ৭টা পর্যন্ত পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট পারাপারের অপেক্ষায় পাঁচ শতাধিক ট্রাক লাইনে রয়েছে বলে ঘাট সংশ্লিষ্ট কর্মকর্তারা বাংলানিউজকে জানিয়েছেন।
দৌলতদিয়া ফেরিঘাট এলাকা বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক রুহুল আমীন জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ছোট-বড় মিলিয়ে মোট ১৫টি ফেরি রয়েছে।
মঙ্গলবার সকালে সবশেষ খবর পাওয়া পর্যন্ত দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় তিন শতাধিক পণ্যবাহী ট্রাক নৌরুট পারের অপেক্ষায় রয়েছে বলেও জানান তিনি।
পাটুরিয়া ফেরিঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, পাটুরিয়া ঘাট এলাকায় ২০ থেকে ৩০টি যাত্রীবাহী পরিবহন ও দুই শতাধিক পণ্যবাহী ট্রাক পদ্মা পার হওয়ার অপেক্ষায় রয়েছে।
ভোগান্তির বিষয়টি বিবেচনা করে ঘাট এলাকায় পার হতে আসা যাত্রীবাহী পরিবহন, ব্যক্তিগত ছোট গাড়ি ও জরুরি পণ্যবাহী ট্রাকগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে নৌরুট পার করে দেওয়া হয়। যে কারণে সাধারণ পণ্যবাহী ট্রাক চালকদের ভোগান্তি কিছুটা বেশি হয় বলে জানান তিনি।
এ বিষয়ে ট্রাক চালকরা বলেন, সাধারণ ট্রাকওয়ালাদের নিয়মিতই ভোগান্তিতে পড়তে হয়। পণ্য নিয়ে নৌরুটের উভয় ফেরিঘাট এলাকায় আটকে থাকতে হয় ঘণ্টার পর ঘণ্টা। আবার কখনো দিনের পর দিন। তবু এক্ষেত্রে যেন কারও মাথা ব্যথা নেই।
বাংলাদেশ সময়: ০৮১৫ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৮
এইচএ/