মঙ্গলবার (৬ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে রায়পুরা-আরশিনগর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-রায়পুরার আতিকুলের স্ত্রী ফাতেমাতুজ জোহরা মুক্তা (২৮) ও একই উপজেলার রুবেল (১৯)।
আহতরা হলেন-রায়পুরার হাইমারা এলাকার ছিদ্দিক মিয়ার ছেলে ইমরান (৪০), হাজীপুর এলাকার ফজলুল হকের ছেলে দীপু (৩০), বাদুয়ারচরের নায়েব আলীর ছেলে রাশেদ (৩২), একই এলাকার মঞ্জুর আলীর ছেলে ইউসুফ (২২), কান্দাপাড়ার নেকবর মিয়ার ছেলে ওয়ালিদ (৩৫) ও হেকিম মিয়ার ছেলে ওবায়দুল (৩২)। তাদের নরসিংদী সদর ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন জানান, সকালে আমিরগঞ্জ বাজারে রায়পুরা থেকে ছেড়ে আসা একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা যাত্রী মুক্তা মারা যান। এসময় আহত হন রুবেলসহ সাতজন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে রুবেলের মৃত্যু হয়।
তিনি আরো জানান, দুর্ঘটনার পর পর নিহত ও আহতদের পরিবারের সদস্যরা ক্ষিপ্ত হয়ে ট্রাকটি ভাঙচুর করেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
বাংলাদেশ সময়: ০৯২৫ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৮
এসআই