সোমবার (৫ মার্চ) দিবাগত রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢাকমে) হাসপাতাল মর্গে পাঠানো হয়।
মঙ্গলবার (৬ মার্চ) সকাল ঢামেক হাসপাতাল মর্গে গিয়ে মরদেহ শনাক্ত করেন নিহতের বোন ফাতেমা আক্তার আঁখি।
তিনি বাংলানিউজকে বলেন বলেন, মারুফ পাঠাও অ্যাপসের মাধ্যমে মোটরসাইলে ভাড়ায় চালাতো। গুলশানের নিকেতন আবাসিক এলাকার যাত্রী নামিয়ে কালাচাঁদপুর বাসায় ফেরার পথে তেজগাঁও শিল্পাঞ্চলের লিংরোড এলাকায় কোনো এক গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক (এসআই) শোভন কুমার সাহা বাংলানিউজকে বলেন, অজ্ঞাত কোনো এক গাড়ির ধাক্কায় কাজী মারুফেরে মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৮
এজেডএস/জিপি