ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় পৃথক অগ্নিকাণ্ডে ২০ ঘর পুড়ে ছাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৪ ঘণ্টা, মার্চ ৬, ২০১৮
কুষ্টিয়ায় পৃথক অগ্নিকাণ্ডে ২০ ঘর পুড়ে ছাই আগুনে পুড়ে যাওয়া বসত বাড়ি-ছবি: বাংলানিউজ

কুষ্টিয়া: কুষ্টিয়ায় পৃথক অগ্নিকাণ্ডের ঘটনায় ২০টি বসত বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এসময় একটি গরু, তিনটি ছাগল ও নগদ টাকাসহ প্রায় ৮ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

সোমবার (৫ মার্চ) দিবাগত রাত সোয়া ১টা থেকে ২টার মধ্যে দৌলতপুর উপজেলার ডাংমড়কা বাগুয়ান ও ভেড়ামারা উপজেলার চাঁদগ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা যায়, রাত সোয়া ১টার দিকে হঠাৎ আগুন লেগে ইসমাইল হোসেন, ইসলাম আলী, আব্দুর রাজ্জাক, মকলেছ, শরিফুল ইসলাম, রেবেকা, জুজান, আসাদুল, মজির উদ্দিন, জাইদুল ও সফিকুল ইসলামেরসহ মোট ১৬টি কাঁচা ঘর পুড়ে যায়।

এসময় একটি গরু ও তিনটি ছাগলও পুড়ে মারা যায়।

ভেড়ামারা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার শ্রী প্রবীর কুমার দেবনাথ জানান, তামাকের ঘরের আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

অপরদিকে সোমবার দিবাগত রাত ২টার দিকে ভেড়ামারা উপজেলার চাঁদগ্রামের ভাসা মালিথার বসত বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় চারটি ঘর পুড়ে যায়।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।