এ মুক্তিযোদ্ধার জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে তার পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে সহায়তা কামনা করা হয়েছে।
তার পরিবার সূত্রে জানা গেছে, অবসরপ্রাপ্ত জেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা চিত্তরঞ্জন অধিকারী ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন।
তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস রোগে ভুগছিলেন। এক সপ্তাহ আগে তিনি হার্ট অ্যাটাক করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এসময় তাকে প্রথমে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। পরে তার অবস্থা সংকটজনক হলে ঢাকার মহাখালী মেট্রোপলিটন মেডিকেল সেন্টারে স্থানান্তর করা হয়।
সেখানে পাঁচদিন ধরে আইসিইউতে প্রফেসর ডা. আফজাল হোসেনের ত্বত্তাবধানে তার চিকিৎসা চলছে। বর্তমানেও তার অবস্থা সংকটজনক। এ অবস্থায় তার উন্নত চিকিৎসার জন্য তার স্ত্রী বিথি অধিকারি সরকারের সহায়তা কামনা করেন। বিথি অধিকারির মোবাইল নম্বর ০১৭১২-২১১২০৫।
বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৮
টিএ