মঙ্গলবার (৬ মার্চ) এক শোকবার্তায় মন্ত্রী তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় মন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধে ফেরদৌসী প্রিয়ভাষিণীর অবদান যেকোনো সশস্ত্র মুক্তিযোদ্ধার চেয়ে কম নয়।
১৯৪৭ সালে খুলনায় জন্মগ্রহণ করেন ফেরদৌসী প্রিয়ভাষিণী। ১৯৭১ সালে তিনি পাকিস্তানি বাহিনীর হাতে নির্যাতিত হন। স্বাধীনতাযুদ্ধে অবদানের জন্য ২০১৬ সালে বাংলাদেশ সরকার তাকে মুক্তিযোদ্ধা স্বীকৃতি দেয়। এরআগে ২০১০ সালে তিনি স্বাধীনতা পদক পান।
ফেরদৌসী প্রিয়ভাষিণী মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি কিডনি, রক্তচাপসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।
বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৮
এমআইএইচ/জিপি