ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

শনিবার থেকে বাগেরহাট পৌরসভার সেবা বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৬ ঘণ্টা, মার্চ ৬, ২০১৮
শনিবার থেকে বাগেরহাট পৌরসভার সেবা বন্ধ পৌর কর্মকর্তা-কর্মচারীদের সংবাদ সম্মেলন

বাগেরহাট: রাজস্ব তহবিল থেকে বেতন ও পেনশন প্রথা চালু করার দাবি মেনে না নিলে শনিবার (১০ মার্চ) থেকে বাগেরহাট পৌরসভার সব সেবা বন্ধ থাকবে।

মঙ্গলবার (৬ মার্চ) দুপুর ১২টায় বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বাগেরহাট প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পৌর কর্মকর্তা-কর্মচারীরা এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন বাগেরহাট জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মো. জামশেদ আলী।

এসময় তারা প্রধানমন্ত্রী বরাবর বিভিন্ন আবেদন জানান।

লিখিত বক্তব্যে তারা বলেন, দেশের পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা, পিএফ-গ্রাচুইটির শতভাগ সরকারের রাজস্ব তহবিল থেকে দিতে হবে। শুক্রবারের মধ্যে এ দাবি মেনে না নিলে শনিবার (১০ মার্চ) থেকে পৌরসভার সব সেবা বন্ধ থাকবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বাংলাদেশ পৌরসভা কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিঠু, বাগেরহাট জেলা সভাপতি অজিত কুমার হালদার, মোঃ জামশেদ আলী, সুব্রত কুমার সোমাদ্দার,  সেলিম ফকির, সানজিদা বেগম, সেলিম ফকির, আশিষ কুমার  হোড়, ডালিয়া বেগম, আলমগীর হোসেন প্রমুখ।

পৌরসভা থেকে পানি সরবরাহ, সড়কবাতি প্রজ্জ্বলন, পরিষ্কার-পরিচ্ছন্নতা, জন্ম নিবন্ধন, ট্রেড লাইসেন্সসহ ৩৫টি সেবা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।