মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) দুপুরে বান্দরবান প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের আয়োজনে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় এ প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমি বিষয়ক কনভেনিং কমিটির আহ্বায়ক ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য সিংইয়ং ম্রো।
এছাড়া উপস্থিত ছিলেন ঢাকা থেকে আগত চলচ্চিত্র বিষয়ক প্রশিক্ষক এসএম কামাল ও শাঈম জাহাঙ্গীর, বান্দরবান জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, বান্দরবান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদুল আলম সুমন, সাবেক সাধারণ সম্পাদক মিনারুল হক প্রমুখ।
এর আগে শুক্রবার (০২ মার্চ) সকালে চার দিনব্যাপী এ কর্মশালার অয়োজন করা হয়। এতে ১৮ বছর বয়সী ২০ জন শিশু-কিশোর অংশ নেন।
সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের নির্মিত ১০টি চলচ্চিত্র প্রদর্শন করা হয়। প্রশিক্ষণার্থীরা ইভটিজিং, মাদকের ভয়াবহতা, পরিবেশসহ বিভিন্ন বিষয়ের ওপর এক মিনিটের চলচ্চিত্র প্রদর্শন করেন।
শিশু-কিশোরদের চলচ্চিত্র নির্মাণ বিষয়ে আগ্রহী করে তুলতে দেশের ২৫টি জেলায় এ কর্মসূচি চলছে।
পরে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।
বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৮
টিএ