ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে বিদেশি সিগারেটসহ পাচারকারী আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৫ ঘণ্টা, মার্চ ৬, ২০১৮
বাগেরহাটে বিদেশি সিগারেটসহ পাচারকারী আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাগেরহাট: বাগেরহাটের মোংলায় বিদেশি সিগারেটসহ জাহিদ হাসান (২৬) নামে এক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার (৬ মার্চ) দুপুরে কোস্টগার্ড পশ্চিম জোনের একটি টিম মংলা বন্দর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। জাহিদ খুলনার পাইকগাছা উপজেলার গোপালপুর গ্রামের মো. রফিকুল গলদারের ছেলে।

মোংলা কোস্টগার্ডের লে. এম এ সেলিম বিশ্বাস বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে মংলা বন্দর এলাকায় অভিযান চালিয়ে জাহিদকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৮৪ হাজার পিস বিদেশি সিগারেট জব্দ করা হয়। যার মূল্য প্রায় ৯ লাখ টাকা।

তিনি আরও জানান, জাহিদ দীর্ঘদিন ধরে শুল্ক ফাঁকি দিয়ে চোরাইভাবে বিভিন্ন এলাকায় বিদেশি সিগারেট সরবরাহ করে আসছিলেন। তার বিরুদ্ধে মোংলা থানায় মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত সিগারেট ও পাচারকারীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মংলা থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।