ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

উত্তরা গণভবনের পরিচ্ছন্নতায় জেলা প্রশাসক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, মার্চ ৬, ২০১৮
উত্তরা গণভবনের পরিচ্ছন্নতায় জেলা প্রশাসক উত্তরা গণভবনের পরিচ্ছন্নতায় জেলা প্রশাসক

নাটোর: মন্ত্রীপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের নাটোর আগমন ঘিরে দেশের ঐতিহ্যবাহী উত্তরা গণভবনের ভেতর-বাহিরের সৌন্দর্য ও মনোরম পরিবেশ বজায় রাখতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।

মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সদর উপজেলার দিঘাপতিয়া এলাকায় গণভবনে জেলা প্রশাসক শাহিনা খাতুন স্কাউট সদস্যদের সঙ্গে নিয়ে নিজেই এ অভিযানে নেমে যান। হাতে চটের ব্যাগ ও বস্তা নিয়ে ভবনের মূল ফটক, গ্রান্ডমাদার হাউস, ভেতরের আম বাগানসহ বিভিন্ন স্থানে পড়ে থাকা ময়লা-আবর্জনা স্কাউটদের সঙ্গে নিয়ে পরিষ্কার করেন জেলা প্রশাসক।

এসময় স্থানীয়রা জেলা প্রশাসককে পরিচ্ছন্নতা কাজে অংশগ্রহণ করতে দেখে তারাও এ কার্যক্রমে অংশ নেয়। এতে মুহূর্তের মধ্যে পরিষ্কার হয়ে যায় গণভবনের ভেতর-বাহির।

অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজ্জাকুল ইসলাম, এনডিসি অনিন্দ্য মণ্ডল, নাটোর প্রেসক্লাব সভাপতি জালাল উদ্দিন, গণভবন কর্মকর্তা ইব্রাহীম হোসেন প্রমুখ।

এনডিসি অনিন্দ্য মণ্ডল বাংলানিউজকে বলেন, ০৮ মার্চ মন্ত্রীপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম দুই দিনের সফরে নাটোর আসছেন। সফরকালে তিনি উত্তরা গণভবনে বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি সংক্রান্ত প্রশিক্ষণ, গণভবন ব্যবস্থাপনা কমিটি ও প্রশাসন ক্যাডারে কর্মরতদের সঙ্গে মতবিনিময়সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

এছাড়া গণভবনের গ্রান্ডমাদার হাউস লেক, রাণীমহল, হরিণচুড়া ও আম্রকাননসহ বিভিন্ন এলাকা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত ঘোষণা করবেন তিনি।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।