মঙ্গলবার (০৬ মার্চ) দুপুরে থানা পুলিশ ওই দম্পতিকে শিশু আদালতে হাজির করলে বিচারক এ আদেশ দেন।
এর আগে কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সঞ্জীব চন্দ্রশীল বাদী হয়ে শিশু আইনে গৃহকর্মী নির্যাতনকারী আটক দম্পতির বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলায় আসামিরা হলেন- বাজার রোড এলাকার ব্যবসায়ী জুয়েল আহমেদ ও তার স্ত্রী ইশরতা জাহান।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপে দেড়বছর ধরে নির্যাতনের শিকার আশফিয়া (১৫) ও আয়েশাকে (১২) সোমবার (০৫ মার্চ) সন্ধ্যায় বরিশাল নগরের কাশিপুর ও বাজার রোড এলাকা থেকে উদ্ধার করা হয়।
ওইদিনই তাদের ওপর অমানবিক নির্যাতনকারী দম্পতি জুয়েল আহমেদ ও ইশরাত জাহান দিনাকে আটক করে। এসময় নির্যাতনের ঘটনার সঙ্গে সম্পৃক্ত তিনটি শিকল ও তিনটি তালা উদ্ধার করে পুলিশ।
শিকল ও তালা দিয়ে তাকে বেঁধে রাখা হতো বলে পুলিশকে জানিয়েছে আশফিয়া।
বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৮
এমএস/জেডএস