মঙ্গলবার (০৬ মার্চ) দুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সংস্থাটি এ দাবি জানায়।
মহানগরীর সাগরপাড়ায় এসিডির প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন সংস্থার কর্মকর্তারা।
এ অবস্থা থেকে উত্তরণে সংস্থাটির পক্ষ থেকে সরকারের কাছে তিনটি প্রস্তাবনা পেশ করা হয়। সেগুলো হলো- কমপক্ষে ১০০টি সংসদীয় আসনে নারীদের সরাসরি নির্বাচনের সুযোগ, সমতলের আদিবাসী সম্প্রদায়ের অধিকার রক্ষায় কমিশন গঠন, সম্পত্তিতে নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিত এবং নারীর প্রতি সহিংসতা বন্ধে রাষ্ট্র, বেসরকারি প্রতিষ্ঠান, মিডিয়া ও কমিউনিটির সমন্বিত উদ্যোগ।
নারী দিবস উপলক্ষে আয়োজিত সভায় সংস্থার প্রজেক্ট কো-অর্ডিনেটর এহসানুল আমিন ইমন বলেন, স্থানীয় সরকারে নারীরা সরাসরি নির্বাচিত হয়েও সমান দায়িত্ব পাচ্ছেন না। এসব ব্যবস্থা থেকে বের হয়ে আসার ক্ষেত্রে সরাসরি রাষ্ট্রীয় রাজনৈতিক ইচ্ছা, সিদ্ধান্ত ও পদক্ষেপ একান্ত প্রয়োজন। তা না হলে নারীর মানবাধিকার অর্জন করার ক্ষেত্রে অন্তরায় থেকেই যাবে।
বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৮
এসএস/জেডএস