ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

কর্মক্ষেত্রে নারীর অধিকার প্রতিষ্ঠার দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০২ ঘণ্টা, মার্চ ৬, ২০১৮
কর্মক্ষেত্রে নারীর অধিকার প্রতিষ্ঠার দাবি

রাজশাহী: কর্মক্ষেত্রে নারীর শতভাগ অধিকার প্রতিষ্ঠার দাবি জানিয়েছে রাজশাহীর বেসরকারি উন্নয়ন সংগঠন ও মানবাধিকার সংস্থা অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট-এসিডি।

মঙ্গলবার (০৬ মার্চ) দুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সংস্থাটি এ দাবি জানায়।

মহানগরীর সাগরপাড়ায় এসিডির প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন সংস্থার কর্মকর্তারা।

তারা জানান, গত এক বছরে জেলায় ২৩৯ নারী নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে শুধু মহানগরীতে নির্যাতিত হয়েছেন ৯৬ নারী। নারীর অধিকার প্রতিষ্ঠিত না হওয়ায় এমন উদ্বেগজনক হারে নারী নির্যাতনের ঘটনা ঘটছে।

এ অবস্থা থেকে উত্তরণে সংস্থাটির পক্ষ থেকে সরকারের কাছে তিনটি প্রস্তাবনা পেশ করা হয়। সেগুলো হলো- কমপক্ষে ১০০টি সংসদীয় আসনে নারীদের সরাসরি নির্বাচনের সুযোগ, সমতলের আদিবাসী সম্প্রদায়ের অধিকার রক্ষায় কমিশন গঠন, সম্পত্তিতে নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিত এবং নারীর প্রতি সহিংসতা বন্ধে রাষ্ট্র, বেসরকারি প্রতিষ্ঠান, মিডিয়া ও কমিউনিটির সমন্বিত উদ্যোগ।

নারী দিবস উপলক্ষে আয়োজিত সভায় সংস্থার প্রজেক্ট কো-অর্ডিনেটর এহসানুল আমিন ইমন বলেন, স্থানীয় সরকারে নারীরা সরাসরি নির্বাচিত হয়েও সমান দায়িত্ব পাচ্ছেন না। এসব ব্যবস্থা থেকে বের হয়ে আসার ক্ষেত্রে সরাসরি রাষ্ট্রীয় রাজনৈতিক ইচ্ছা, সিদ্ধান্ত ও পদক্ষেপ একান্ত প্রয়োজন। তা না হলে নারীর মানবাধিকার অর্জন করার ক্ষেত্রে অন্তরায় থেকেই যাবে।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৮
এসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।