হকার উচ্ছেদ
সাভার (ঢাকা): ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাসস্ট্যান্ড এলাকায় পথচারীদের চলাচলে বিড়ম্বনা সৃষ্টিকারী হকারদের উচ্ছেদ করা হয়েছে।
মঙ্গলবার (৬ মার্চ) দুপুরে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল হাসান খানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, কিছুদিন পরপরই সাভার বাসস্ট্যান্ডের উভয় পাশে গড়ে উঠি এসব অবৈধ স্থাপনা।
উচ্ছেদ অভিযানে বিভিন্ন বাসস্ট্যান্ডের হকারদের দোকানপাট ভেঙে দেওয়া হয়েছে। হকারদের মহাসড়কের উভয় পাশ থেকে বিতাড়িত করতেই এ উচ্ছেদ অভিযান।
প্রশাসনের পক্ষে থেকে জানানো হয়, ঢাকা-আরিচা মহাসড়কের দু’পাশে কোনো হকার বসতে দেওয়া হবে না। তাদের সরকারি নির্দেশনা মোতাবেক উচ্ছেদ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৮
জিপি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।