মঙ্গলবার (০৬ মার্চ) নগরীর একটি রেস্টুরেন্টে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এ তথ্য জানান তিনি।
তিনি বলেন, ২০০৮ সালে নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন।
তিনি আরো বলেন, ২০১৪ সালে নৌকা প্রতীকে আবারো নির্বাচিত হয়ে এলাকার ব্যাপক উন্নয়ন করেছেন। গত ৯ বছরের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে তিনি বলেন, এলাকার মানুষের কাছে নিজেকে একজন সেবক হিসেবে রেখেছি। নিজের সংসদীয় এলাকার মধ্যে দক্ষিণ সুরমার ১০টি, ফেঞ্চুগঞ্জের ৫টি ও বালাগঞ্জের ৩টি ইউনিয়নকে সমানভাবে মূল্যায়ন করেছি।
আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনয়ন দিলে এ আসনের জনগণ আবারো ভোটের মাধ্যমে তাকে নির্বাচিত করবেন বলে আশাবাদী সিলেট-৩ আসনের এ সংসদ সদস্য।
বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৮
এনইউ/জেডএস