ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

‘সিলেট-৩ আসনে ৬৯৫০ কোটি টাকার উন্নয়ন’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, মার্চ ৬, ২০১৮
‘সিলেট-৩ আসনে ৬৯৫০ কোটি টাকার উন্নয়ন’

সিলেট: সিলেট-৩ আসনের দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের একাংশের বিভিন্ন এলাকায় ৬ হাজার ৯৫০ কোটি ৫৫ লাখ টাকার উন্নয়ন কাজ হয়েছে বলে দাবি করেছেন সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী।

মঙ্গলবার (০৬ মার্চ) নগরীর একটি রেস্টুরেন্টে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এ তথ্য জানান তিনি।  

তিনি বলেন, ২০০৮ সালে নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন।

২০০৯ থেকে ২০১৭ সাল তথা বিগত ৯ বছরে তার সংসদীয় এলাকায় উল্লেখযোগ্য উন্নয়নের মধ্যে ৫ হাজার ৭০৯ কোটি টাকা ব্যয়ে শাহজালাল সার কারখানা স্থাপন, রাস্তাঘাট সংস্কার, স্কুল কলেজ নির্মাণ ও অবকাঠামোগত উন্নয়নে এই টাকা ব্যয় করেছে আওয়ামী লীগ সরকার।

তিনি আরো বলেন, ২০১৪ সালে নৌকা প্রতীকে আবারো নির্বাচিত হয়ে এলাকার ব্যাপক উন্নয়ন করেছেন। গত ৯ বছরের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে তিনি বলেন, এলাকার মানুষের কাছে নিজেকে একজন সেবক হিসেবে রেখেছি। নিজের সংসদীয় এলাকার মধ্যে দক্ষিণ সুরমার ১০টি, ফেঞ্চুগঞ্জের ৫টি ও বালাগঞ্জের ৩টি ইউনিয়নকে সমানভাবে মূল্যায়ন করেছি।  

আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনয়ন দিলে এ আসনের জনগণ আবারো ভোটের মাধ্যমে তাকে নির্বাচিত করবেন বলে আশাবাদী সিলেট-৩ আসনের এ সংসদ সদস্য।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬,  ২০১৮
এনইউ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।