কিন্তু কিছুক্ষণের মধ্যে ঝড় এসে এসব ঘর বিধ্বস্ত হয়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় পুরো গ্রামটি।
মঙ্গলবার (৬ মার্চ) বিকেলে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ বরিশাল অঞ্চল এ অনুষ্ঠানের আয়োজন করে। ‘জানবে বিশ্ব জানবে দেশ, দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত বাংলাদেশ’-এ স্লোগানে ভোলার মনপুরায় পালিত হয়েছে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস।
দিবসটি উপলক্ষে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাংলাবাজার ছমেদপুর স্কুল মাঠে ২শ’ জেলের মধ্যে জীবন রক্ষাকারী বয়া, দুর্যোগ মহড়া ও গণ নাটক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উত্তর সাকুচিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল হাসেম সিরাজ কাজী। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মনপুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান সেলিনা আক্তার চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কারিতাস বাংলাদেশের সহকারী নির্বাহী পরিচালক মি. সেবাস্টিয়ান রোজারিও, কারিতাস বরিশাল আঞ্চলিক পরিচালক মি. ফ্রান্সিস বেপারী, মোস্তাফা কামাল, মোক্তার হোসেন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, মনপুরা একটি দুর্যোগপ্রবণ এলাকা। এখানকার মানুষ ঝুঁকির মধ্যে থাকেন। দুর্যোগ কবলিত মানুষকে সচেতন করে তুলতে কারিতাস কাজ করে আসছে, যা প্রশংসনীয়। ভবিষ্যতে এর ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন এলাকার জেলেদের মধ্যে জীবনরক্ষাকারী বয়া বিতরণ করেন প্রধান অতিথি। পরে মহড়ায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এ ধরনের একটি ব্যতিক্রমী অনুষ্ঠানে দুর্যোগ বিষয়ে সচেতন হলো উপকূলের বিচ্ছিন্ন দ্বীপ মনপুরার মানুষ।
কারিতাস বরিশাল আঞ্চলিক পরিচালক মি. ফ্রান্সিস বেপারী বলেন, দীর্ঘদিন ধরে কারিতাস মনপুরা উপজেলায় ঘূর্ণিঝড় বিষয়ে জনগণকে সচেতন করে তোলার লক্ষ্যে কাজ করছে। এর মধ্যে রয়েছে দুর্যোগের আগে, দুর্যোগকালীণ এবং দুর্যোগ পরবর্তী সময়ে করণীয় বিষয় সম্পর্কে তিনটি ধাপ। এছাড়া দুর্যোগ মোকাবেলায় টেকশই ঘর ও উঁচু গৃহনির্মাণে পরামর্শ দিয়ে থাকে। উত্তর সাকুচিয়া ইউনিয়নে মুক্তি-২ প্রকল্পের অধীনে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৮
আরবি/