সিরিয়ার হামেইমিম বিমানঘাঁটিতে রাশিয়ার বিধ্বস্ত প্লেনটি। ইন্টারনেট থেকে নেওয়া ছবি
ঢাকা: সিরিয়ার লাতাকিয়া প্রদেশে রাশিয়ার একটি সামরিক মালবাহী প্লেন বিধ্বস্ত হয়ে ৩২জন আরোহীর সবাই নিহত হয়েছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাশিয়ার সংবাদমাধ্যমগুলো একথা জানিয়েছে।
মঙ্গলবার (০৬ মার্চ) খবরে বলা হয়, সিরিয়ার লাতাকিয়া প্রদেশে হামেইমিম বিমানঘাঁটিতে এ প্লেনটি বিধ্বস্ত হয়। কারিগরি ত্রুটির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
কর্মকর্তারা জানান, প্লেনটিতে ২৬জন যাত্রী ছিলেন। আর ছয়জন ক্রু ছিলেন। যাদের সবাই মারা গেছেন।
বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৮
এমএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।