মঙ্গলবার (৬ মার্চ) সন্ধ্যায় তাকে আটক করা হয়। রাজু উপজেলার বিনোপুর ইউনিয়নের বাবলাবোনা গ্রামের মহিবুর রহমানের ছেলে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম হাবিব বাংলানিউজকে জানান, অস্ত্র কেনাবেচা হবে এমন সংবাদের ভিত্তিতে উপজেলার শ্যামপুর ইউনিয়নের বাজিতপুর গ্রামের গুড়িপাড়া এলাকার লিচুবাগান নামক স্থানে শিবগঞ্জ থানার পুলিশ অভিযান চালায়। এসময় ৪টি ওয়ান শ্যুটারগানসহ রাজু নামে অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজু অস্ত্র চোরাচালানের সঙ্গে জড়িত থাকার কথা শিকার করেছে। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৮
আরএ