ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

রমনায় গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, মার্চ ১১, ২০১৮
রমনায় গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢাকা: রাজধানীর রমনা থানাধীন বেইলী রোডের একটি বাসা থেকে সুরমা (২০) নামের এক গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১১ মার্চ) দিনগত রাতে বেইলী রোডের একটি আবাসিক ভবনের একটি ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

রমনা থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) সুদীপ জানান, সুরমা ওই বাসার গৃহকর্মীর কাজ করতেন।

প্রাথমিকভাবে এটাকে আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি খতিয়ে দেখা হবে।

মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০২২৬ ঘণ্টা, মার্চ ১২, ২০১৮
পিএম/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।