সোমবার (১২ মার্চ) ভোর ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিফিল ডিফেন্স অধিদফতরের ডিউটি অফিসার মাহফুজুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় সংসদ সদস্য ইলিয়াস মোল্লা জানান, বস্তির প্রায় শতাধিক ঘরে আগুন ছড়িয়ে পড়েছে। বস্তিটি ৭০ বিঘা জমি জুড়ে বিস্তৃত। এখানে কমপক্ষে সাত থেকে আট হাজার ঘর রয়েছে। কমপক্ষে ২৫ হাজার লোক বসবাস করেন এ বস্তিতে।
তবে এপর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের কর্মীরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে চেষ্টা করে যাচ্ছেন বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ০৪৪৫ ঘণ্টা, মার্চ ১২, ২০১৮
পিএম/এনএইচটি