ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বড়াইগ্রা‌মে ট্রাকচাপায় শ্রমিক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৭ ঘণ্টা, মার্চ ১২, ২০১৮
বড়াইগ্রা‌মে ট্রাকচাপায় শ্রমিক নিহত

নাটোর: না‌টো‌রের বড়াইগ্রা‌ম উপজেলার রশীদ অ‌টো রাইস মি‌লের ভেত‌রে ট্রাকের নিচে চাপা পড়ে সোহান (১৭) না‌মে এক শ্র‌মি‌কের মৃত্যু হয়েছে।

রোববার (১১ মার্চ) দিনগত রাত ১১টার দি‌কে তাকে আহত অবস্থায় উপ‌জেলা স্বাস্থ্য কে‌ন্দ্রে নেওয়া হ‌লে দায়িত্বরত চি‌কিৎসক তা‌কে মৃত ঘোষণা ক‌রেন।

নিহত সোহান বড়াইগ্রাম উপ‌জেলার গড়মা‌টি ক‌লোনিপাড়া গ্রা‌মের আব্দুল জ‌লি‌লের ছে‌লে।

রশীদ অ‌টো রাইস মি‌লের জিএম এড‌মিন নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, রোববার রাত সা‌ড়ে ১০টার দি‌কে মি‌লের ভেত‌রের টা‌র্নিং প‌য়ে‌ন্টে এক‌টি ট্রা‌ক ব্যাক কর‌ছিল।
এসময় সোহান বাইসা‌কেলে ক‌রে একই দি‌কে যাওয়ার সময় ওই ট্রা‌কের সঙ্গে ধাক্কা খে‌য়ে ট্রাকটির নি‌চে চাপা প‌ড়ে যায়। এসসয় গুরুতর আহত হলে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার ক‌রে হাসপাতা‌লে নেওয়া হয়। সেখা‌নে রাত ১১টার দিকে চি‌কিৎসক
সোহান‌কে মৃত ঘোষণা ক‌রেন।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) শাহা‌রিয়ার খান বাংলানিউজকে জানান, মি‌লের ভে‌ত‌রে এক শ্র‌মিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। ত‌বে কীভা‌বে তার মৃত্যু হয়েছে সে বিষয়ে স‌ঠিক তথ্য তারা এখনো পাননি। এছাড়া এ ব্যাপারে থানায় কেউ অ‌ভি‌যোগও ক‌রে‌ননি।

বাংলাদেশ সময়: ০৯২২ ঘণ্টা, মার্চ ১২, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।