ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

টিন সরিয়ে খুঁজে পেলেন স্টিলের বাটি-প্লেট

মানসুরা চামেলী, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৮ ঘণ্টা, মার্চ ১২, ২০১৮
টিন সরিয়ে খুঁজে পেলেন স্টিলের বাটি-প্লেট ধবংসস্তুপ থেকে খুঁজে পাওয়া থালা-বাটি-চাল

ঢাকা: ইলিয়াস মোল্লার বস্তিতে পোড়া স্তুপে বেচে যাওয়া জিনিসপত্র খুঁজছিলেন হালিমা। পোড়া টিন সরিয়ে খুঁজে পেলেন স্টিলের বাটি-প্লেট। তা দেখে হাউমাউ করে কেঁদে ওঠে বলেন ‘ও আল্লা, এমন গজব কেন দিলা, সব শ্যাষ হইয়্যা গেল।’

ভোরের আগুনে ইলিয়াস মোল্লা বস্তির ঘরবাড়ি, জিনিসপত্র পুড়ে ছারখার হয়ে যায়। আগুন নিয়ন্ত্রণে আসার পর নিঃস্ব হওয়া বস্তিবাসী পোড়া স্তুপ থেকে খুঁজে ফিরছেন বেচে যাওয়া জিনিসপত্র।

সোমবার (১২ মার্চ) ভোরে আগুন লাগে মিরপুর ১২ নম্বরের ইলিয়াস মোল্লার বস্তিতে। পরে এ আগুন ছড়িয়ে পড়ে পাশের সাত্তার মোল্লা বস্তিতেও। প্রায় চার ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। তবে পুড়ে যায় প্রায় দুই হাজার ঘর। নিঃস্ব হয় কয়েক হাজার নিম্ন আয়ের মানুষ।

সাবিহা বেগম দুই নাতি ও মেয়েকে নিয়ে ঘর থেকে বের হতে পারলেও চোখের সামনেই পুড়ে ছাই হতে দেখেন মাথা গোঁজার ঠাঁই, সহায় সম্বল।

ধ্বংসস্তুপের সামনে চিৎকার করে কাঁদতে কাঁদতে বলেন, ‘ঘুমত আছিলাম, মাইয়া ডাইক্যা কইলো, মা আগুন!  উঠি দ্যাখো, মাথার উপর লাল আর লাল!  নাতিরে নিয়া দৌড়ে বাইর হই। ’

সাবিহা তার নাতি ও মেয়ে ধ্বংসস্তুপ থেকে খুঁজে পেয়েছেন দুইটা বাটি আর পুড়ে যাওয়া চাল। সাবিহা, হালিমাদের মতো আগুন নিভে যাওয়ার পর অনেকেই পোড়া স্তুপে খুঁজে ফিরছেন নিজেদের শেষ সম্বল। খুঁজে পাওয়া জিনিসের মধ্যে রয়েছে পোড়া টিন, স্টিলের বাটি-থালা ও পুড়ে কয়লা হওয়া চাল।

তিনটা ঘর পুড়ে নিঃস্ব হয়েছে আজিজুর। ঘরে কিছু জমানো টাকা ছিলো। পোড়া টিন সরিয়ে খুঁজে ফিরছেন সেই মূলধনটুকু।  

তিনি বলেন, ‘স্বপ্নেও ভাবিনি এমন হবে, ক্যামনে চলমু এখন। গরীবের তো ঘর ছাড়া কিছু নেই। জামানো টাকাটাও পুড়ে শ্যাষ, সরকারের সাহায্য ছাড়া আর কোনো গতি নেই আমার। ’

** ‘দ্যাশে পানিতে নেছে, এহানে নেছে আগুন’
**একটা সুতাও বের করার টাইম পাইনি
** মিরপুরে বস্তির আগুন নিয়ন্ত্রণে
** মিরপুরে বস্তিতে ভয়াবহ আগুনে পুড়ছে ২ হাজার ঘর
** মিরপুরে বস্তিতে ভয়াবহ আগুন

বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, মার্চ ১২, ২০১৮
এমসি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।