সোমবার (১২ মার্চ) সকাল ১০টায় মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও জিরোপয়েন্টে গিয়ে এ মানববন্ধন করে।
জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট রাজশাহী জেলা শাখার আহ্বায়ক অধ্যক্ষ শফিকুর রহমান বাদশার সভাপিতত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- ফ্রন্টের চারঘাট, বাঘা, মোহনপুর, গোদাগাড়ী ও বাগমারাসহ সব উপজেলা থেকে আসা শিক্ষক নেতারা।
বক্তারা বলেন, ‘নো বিসিএস, নো ক্যাডার’ আন্দোলন সম্পূর্ণ অযৌক্তিক। এটা সরকারকে বেকায়দায় ফেলার কৌশল। যেহেতু সব শিক্ষকই সরকারি বিধি মেনে চাকরিতে প্রবেশ করে, সে কারণে কাউকে হেয় প্রতিপন্ন করা কোনোভাবেই উচিত নয়।
বক্তারা চলমান আন্দোলন সফল করতে ১৪ মার্চ ঢাকায় মহাসমাবেশে যোগদানের আহ্বান জানান। এছাড়া দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন।
বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, মার্চ ১২, ২০১৮
এসএস/জিপি