সোমবার (১২ মার্চ) বেলা ১১টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়ে দেয়।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বাংলানিউজকে বলেন, শ্রীপুরের নান্দিয়াসাঙ্গুন এলাকায় শীতলক্ষ্যা নদীর পাড়ে ওই শিশুর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী।
নিহত শিশুটির গলা কাটা, বিবস্ত্র এবং শরীরের কিছু অংশ শিয়ালে খেয়ে ক্ষত বিক্ষত করেছে। মরদেহটি কয়েকদিন আগের বলে ধারণা করা হচ্ছে। নিহত শিশুটি নাম-পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, মার্চ ১২, ২০১৮
আরএস/জিপি