ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় ৩ জনের যাবজ্জীবন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৯ ঘণ্টা, মার্চ ১২, ২০১৮
চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় ৩ জনের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

সোমবার (১২ মার্চ) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. জিয়াউর রহমান আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের শিয়ালমারা গ্রামের কুদ্দুস আলীর ছেলে সাহেদুল ইসলাম (৩০), একই এলাকার মোসলেম উদ্দিনের ছেলে জান্টু (৩১) ও আবদুর রহমানের ছেলে ইয়াসিন আলী (২৯)।

চাঁপাইনবাবগঞ্জ জজ আদালতের অতিরিক্ত প্রসিকিউটর অ্যাডভোকেট আঞ্জুমান আরা বাংলানিউজকে জানান, ২০১৩ সালের ৩ আগস্ট শিবগঞ্জ উপজেলার শিয়ালমারা গ্রামে অভিযান চালিয়ে ৮৫ বোতল ফেনসিডিলসহ সাহেদুল, জান্টু ও ইয়াসিনকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক লুৎফর রহমান ২০১৫ সালের ২৫ অক্টোবর ওই তিনজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. জিয়াউর রহমান অভিযুক্ত তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো তিন মাসের সশ্রম কারাদণ্ড দেন।

বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, মার্চ ১২, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।