ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে নিখোঁজের ৭ দিন পর শিশুর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪১ ঘণ্টা, মার্চ ১২, ২০১৮
নারায়ণগঞ্জে নিখোঁজের ৭ দিন পর শিশুর মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে নিখোঁজ হওয়ার ৭ দিন পর ময়লার স্তূপ থেকে এলেম (৯) নামে এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (১২ মার্চ) দুপুরে বন্দর উপজেলার বাগবাড়ি এলাকায় সিটি করপোরেশনের ময়লা ফেলার স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।  

এলেম বন্দর উপজেলার নবীগঞ্জ কবরস্থানের পার্শ্ববর্তী আব্দুর রাজ্জাকের ছেলে।

এলেম স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল।  

পুলিশ সুত্রে জানা গেছে, গত সোমবার (৫ মার্চ) শিশুটি নিখোঁজ হওয়ার ঘটনায়। শিশুর বাবা রাজ্জাক তার সৎ ভগ্নিপতি বিল্লাল হোসেনকে অাসামি করে বন্দর থানায় একটি মামলা করেন। পরে পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে।

বন্দর থানার ওসি (তদন্ত) হারুনুর রশিদ বাংলানিউজকে জানান, দুপুরে বন্দর উপজেলার বাগবাড়ি এলাকা থেকে শিশুটির বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, মার্চ ১২, ২০১৮
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।