প্রতীকী ছবি
ঢাকা: অস্ত্রগুলিসহ ১০ অপহরণকারীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র্যাব-২) সদস্যরা। এসময় মুক্তিপণের দাবিতে অপহৃত দুইজনকে উদ্ধার করা হয়।
সোমবার (১২ মার্চ) র্যাবের গণমাধ্যম শাখার সহকারী পরিচালক মিজানুর রহমান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, র্যাবের অভিযানে মানিকগঞ্জের হরিরামপুর থেকে মুক্তিপণের দাবিতে জিম্মি দুই ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।
এসময় ৬টি বিদেশি পিস্তল, গুলি, দেশিয় অস্ত্র ও নগদ অর্থ জব্দ করা হয়।
সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, মার্চ ১২, ২০১৮
এমএসি/আরআর
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।