সোমবার (১২ মার্চ) বেলা পৌনে ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে এ ভাঙচুর চালানো হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানার নেতৃত্বে অভিযান চালাচ্ছিলেন ভ্রাম্যমাণ আদালত।
প্রত্যক্ষদর্শীরা জানান, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হলেও এলাকার লোকজন এ সংযোগকে বৈধ দাবি করে মহাসড়কে এসে দু’টি যাত্রীবাহী বাস ও কয়েকটি ব্যাটারিচালিত অটোরিকশা ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট ছোড়ে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা বাংলানিউজকে জানান, মহাসড়কে অবরোধ ও ভাঙচুরের ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে তিন রাউন্ড রাবার বুলেট ছোড়া হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেছে র্যাব ও আনসারের বিপুলসংখ্যক সদস্য।
বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, মার্চ ১২, ২০১৮
ওএইচ/