ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

শ্বশুরবাড়ি বেড়াতে এসে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১১ ঘণ্টা, মার্চ ১২, ২০১৮
শ্বশুরবাড়ি বেড়াতে এসে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু

কুমিল্লা: কুমিল্লার মুরাদনগরে শ্বশুরবাড়িতে বেড়াতে এসে মো. মানিক মিয়া (৩৫) নামের এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে।

নিহত মানিক মিয়া কুমিল্লার দেবিদ্বার উপজেলার খলিলপুর গ্রামের মুতু মিয়ার ছেলে এবং এক ছেলে ও এক মেয়ের জনক।

সোমবার (১২ মার্চ) বেলা ১২ টার দিকে মুরাদনগর উপজেলার ছদ্দারকান্দি গ্রামের শ্বশুরবাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।

স্থানীয় সূত্র জানান, উপজেলার ছদ্দারকান্দি গ্রামের তছলিম উদ্দিনের মেয়ে ফরিদা বেগম স্বামী তিনি। রোববার (১১ মার্চ) সন্ধ্যায় ছদ্দারকান্দি গ্রামে শ্বশুরবাড়িতে বেড়াতে এসে রাতে ওই বাড়িতেই থেকে যান তিনি। সোমবার সকালে বাড়ির উঠানে তাকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মুরাদনগর থানা পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) মো. আর্জুন বাংলানিউজকে জানান, তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। তবে চিকিৎসকরা বলেছেন, তিনি এমন বিষাক্ত কিছু খেয়েছেন যার ফলে তার ভিতরের সব কিছু পুড়ে গেছে।

মৃত্যুর বিষয়ে তদন্তের আগে কিছুই বলা যাচ্ছে না। দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, মার্চ ১২, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।