ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

সোনারগাঁওয়ে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত, গ্রেফতার ৫ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২২ ঘণ্টা, মার্চ ১২, ২০১৮
সোনারগাঁওয়ে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত, গ্রেফতার ৫ 

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে জাহাঙ্গীর নামে এক ডাকাত নিহত হয়েছেন। এ ঘটনায় ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১২ মার্চ) ভোরে উপজেলার জামপুর মিরেরবাগ এলাকায় এ ঘটনা ঘটে।  

গ্রেফতাররা হলেন- স্বপন (৩৪), মাসুম (৪৩), নাজমুল (২২), আলমগীর (২৪) ও রুবেল (২৫)।

তাদের বাড়ি বিভিন্ন জেলাতে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (বি সার্কেল) সাজিদুর রহমান সাজিদ বাংলানিউজকে জানান, ভোরে মিরেরবাগ এলাকার সড়কে ৮ থেকে ১০ জনের একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়।  
পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশের ওপর গুলি ছুড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়ে। এ সময় ডাকাতদের সঙ্গে ধস্তাধস্তিতে ইউসুফ মিয়া ও লুৎফর রহমান নামে দুই কনস্টেবল আহত হন।  

পরে ঘটনাস্থল থেকে জাহাঙ্গীর (৩৮) নামে এক ডাকাতের মরদেহ উদ্ধার করা হয়। জাহাঙ্গীর মুন্সীগঞ্জের গজারিয়া থানার লঘুরচর এলাকার আশেক আলী বেপারির ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, হত্যাসহ এক ডজনেরও বেশি মামলা ছিল বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, মার্চ ১২, ২০১৮
এসআরএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।