ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

আইনশৃঙ্খলা সভায় ওসির বিরুদ্ধে চেয়ারম্যানদের ওয়াকআউট

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৬ ঘণ্টা, মার্চ ১২, ২০১৮
আইনশৃঙ্খলা সভায় ওসির বিরুদ্ধে চেয়ারম্যানদের ওয়াকআউট ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নওগাঁ: হত্যা চেষ্টার আসামিদের ধরতে ব্যর্থ হওয়ায় নওগাঁর রানীনগর উপজেলায় আইনশৃঙ্খলা সভায় ওসির বিরুদ্ধে ওয়াকআউট করেছেন ওই উপজেলার সব চেয়ারম্যান।

সোমবার (১২ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কক্ষে সভা চলাকালে এ ঘটনা ঘটে।

উপজেলার গোনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল হাসনাত খান বাংলানিউজকে জানান, কয়েক মাস আগে রানীনগর সদর ইউপির চেয়ারম্যান আসাদুজ্জামান পিন্টুকে কিছু চিহ্নিত সন্ত্রাসী সশস্ত্র হামলা চালায়।

এতে গুরুতর আহত হন তিনি। পরে হামলাকারীদের বিরুদ্ধে মামলা হলেও কিছু আসামিকে আইনের আওতায় নিতে ব্যর্থ হয় ওসি। আসামিরা দিন-দুপুরে ঘুরে বেড়াচ্ছে। এরই ধারাবাহিকতায় ক্ষোভে আসামি না ধরার প্রতিবাদ সরূপ এ ওয়াকআউট করা হয়। এ সময় উপজেলার আট ইউনিয়নের আট জন চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউএনও সনিয়া বিনতে তাবিব। তিনি বাংলানিউজকে জানান, রানীনগর সদর ইউপির চেয়ারম্যান পিন্টুর ওপর হামলার প্রতিবাদ জানিয়ে চেয়ারম্যানরা ওয়াকআউট করেন।

রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএএম সিদ্দিকুর রহমান বিষয়টি এড়িয়ে গিয়ে বাংলানিউজকে বলেন, সদর ইউপির চেয়ারম্যান পিন্টুর ওপর যেসব হামলা হয়েছে সবই রাজনৈতিক কারণে। আসামিদের ধরার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, মার্চ ১২, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।