সোমবার (১২ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কক্ষে সভা চলাকালে এ ঘটনা ঘটে।
উপজেলার গোনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল হাসনাত খান বাংলানিউজকে জানান, কয়েক মাস আগে রানীনগর সদর ইউপির চেয়ারম্যান আসাদুজ্জামান পিন্টুকে কিছু চিহ্নিত সন্ত্রাসী সশস্ত্র হামলা চালায়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউএনও সনিয়া বিনতে তাবিব। তিনি বাংলানিউজকে জানান, রানীনগর সদর ইউপির চেয়ারম্যান পিন্টুর ওপর হামলার প্রতিবাদ জানিয়ে চেয়ারম্যানরা ওয়াকআউট করেন।
রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএএম সিদ্দিকুর রহমান বিষয়টি এড়িয়ে গিয়ে বাংলানিউজকে বলেন, সদর ইউপির চেয়ারম্যান পিন্টুর ওপর যেসব হামলা হয়েছে সবই রাজনৈতিক কারণে। আসামিদের ধরার চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, মার্চ ১২, ২০১৮
আরবি/