ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

মামলা করে কণ্ঠ স্তব্ধ করা যাবে না: মাহমুদুর রহমান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৫ ঘণ্টা, মার্চ ১২, ২০১৮
মামলা করে কণ্ঠ স্তব্ধ করা যাবে না: মাহমুদুর রহমান

কুড়িগ্রাম: মামলা করে কণ্ঠ স্তব্ধ করা যাবে না বলে জানিয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার (বর্তমানে বন্ধ) ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান।

সোমবার (১২ মার্চ) দুপুরে কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মানহানির মামলায় জামিন নিতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

মাহমুদুর রহমান বলেন, মামলা করে আমার কণ্ঠ স্তব্ধ করা যাবে না।

এ সরকারের ৯ বছরের মধ্যে ৫ বছর জেলে ছিলাম। ভিন্ন মত দমন করতেই মামলাগুলো দেওয়া হয়েছে। মুক্ত চিন্তার মানুষজন যাতে কথা বলতে না পারে এ জন্য আমার বিরুদ্ধে বিভিন্ন জেলায় ৩৬টি মামলা করা হয়েছে।

এসময় জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আবু বকর সিদ্দিক, জাতীয়তাবাদী আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ফকরুল ইসলাম, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সোহেল হোসাইন কায়কোবাদ, যুগ্ম সম্পাদক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, সাংগঠনিক সম্পাদক নূর ইসলাম নুরু, দফতর সম্পাদক এসএম আশরাফুল হক রুবেল, সাবেক পিপি অ্যাডভোকেট রেহানা খানম বিউটি, জেলা বিএনপির কোষাধ্যক্ষ অ্যাডভোকেট রুহুল আমিন, অ্যাডভোকেট মাহবুবা আক্তার চুমকী, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, জাতীয়তাবাদী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোখলেছুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

২০১৭ সালের ১০ ডিসেম্বর তার একটি বক্তব্যের প্রেক্ষিতে কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল আদালতে একটি মানহানির মামলা করেন কুড়িগ্রামের যুবলীগ নেতা লুৎফর রহমান।  

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, মার্চ ১২, ২০১৮
এফইএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।