সোমবার (১২ মার্চ) সকালে খাগড়াপুর কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে তাদের হাতে এ সম্মাননা ক্রেস্ট তুলে দেন ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী প্রত্যাবাসন ও পুনর্বাসন এবং অভ্যন্তরীণ উদ্বাস্তু নির্দিষ্টকরণ ও পুনর্বাসন সম্পর্কিত টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা।
খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির রজতজয়ন্তী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সম্মাননা প্রাপ্তরা হলেন- তাজকেরা বেগম, হাসিনা বেগম, আনুচিং মগিনী, আনাই মগিনী, মনিকা চাকমা ও তুষিবা চাকমা। এরমধ্যে তাজকেরা বেগম ও হাসিনা বেগমকে নারী সহিংসতা প্রতিরোধের জন্য, আনুচিং মগিনী, আনাই মগিনী ও মনিকা চাকমাকে ক্রীড়া ক্ষেত্রে অবদানের জন্য এবং ক্ষুদ্র ব্যবসায় অবদানের জন্য তুষিবা চাকমাকে এ সম্মানা দেওয়া হয়।
খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির সভানেত্রী শেফালিকা ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, খাগড়াছড়ির সহকারী পুলিশ সুপার মো. আফতাব উদ্দিন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য শতরুপা চাকমা, নিগার সুলতানা, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিউটি রানী ত্রিপুরা, পানছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান রত্না তঞ্চঙ্গা, নারী নেত্রী আনোয়ারা বেগম প্রমুখ।
খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতি দীর্ঘ ২৫ বছর ধরে নারী অধিকার, সহিংসতা রোধ, আর্থ সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন, নারীদের সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছে।
বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, মার্চ ১২, ২০১৮
ওএইচ/