সোমবার (১২ মার্চ) সন্ধ্যায় রাজধানীর বারিধারায় ইউএস-বাংলা কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাতের পর এ আহ্বান জানান মন্ত্রী।
তিনি বলেন, যাত্রীদের শতভাগ ইন্স্যুরেন্স করা আছে।
এ সময় দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেন মন্ত্রী।
এর আগে দুপুর ২টা ২০ মিনিটে কাঠমান্ডুর ত্রিভুবন আর্ন্তজাতিক বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয় ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস২১১ ফ্লাইট। ঢাকা থেকে যাওয়া ৭৮ আসনের উড়োজাহাজটিতে চার ক্রুসহ মোট ৭১ আরোহী ছিলেন। বিধ্বস্ত হওয়ার ঘটনায় ৪১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়ে হাসপাতালে রয়েছেন ২০ জন। তবে নিখোঁজ রয়েছেন আরও ১০ জন।
বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, মার্চ ১২, ২০১৮
ইইউডি/জেডএস