কবে নাগাদ প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হবে তা নির্দিষ্ট করে জানাচ্ছে না মিয়ানমার। মার্চ মাসের মধ্যভাগে প্রত্যাবাসন শুরু হতে পারে বলে আশা করেছিল বাংলাদেশ।
পররাষ্ট্র মন্ত্রণালয়েরর এক কর্মকর্তা সোমবার (১২ মার্চ) বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।
ওই কর্মকর্তা জানান, ঢাকায় অনুষ্ঠিত দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে আট হাজার ৩২ জন রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি তালিকা মিয়ানমারের স্বরাষ্ট্রমন্ত্রী লে. জে. কাউ সুইয়ের হাতে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। মিয়ানমারে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, ওই তালিকা যাচাই করতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় কালক্ষেপণ করছে।
তিনি আরো জানান, মিয়ানমারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তালিকা যাচাই শেষ করছে না। এরপর দেশটির ইমিগ্রেশনের কাজও রয়েছে। তাদের ওপর নির্ভর করবে রোহিঙ্গা ফেরানো।
বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, মার্চ ১২, ২০১৮
কেজেড/এমজেএফ